
সারাবছর আমাদের ফ্যামিলীতে হিংসা, বিদ্বেষ, মন মালিন্ন, সবকিছু শেষ হয় এই কটা দিন প্রতি বছর । মহা সমারহে ফ্যামিলীর সবাই এই কটা দিন একজায়গায় খাওয়া দাওয়া, এক সঙ্গে সমস্ত অনুষ্ঠানটি প্ররিচালনা করা সব মিলিয়ে এক আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়ে ওঠে। বিসর্জনের দিনে গ্রামের মানুষদের নিয়ে প্রতিমা বিসর্জনের পর বহু সমারহে খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান সমাপ্ত করা হয়।



ধুনুচি নাচ হল আমাদের ফ্যামিলির মধ্যে সবথেকে আনন্দের একটা মুহূর্ত, যেখানে ফ্যামিলির প্রতিটি সদস্য অংশগ্রহণ করে অনুষ্ঠানটি আনন্দমুখর করে তোলা হয়।