নিশীথের শেষ ঠিকানা (কাব্য গ্রন্থ)

Spread the love
সম্মাননা তুলে দিচ্ছেন জয়জিৎ চট্টপাধ্যায়, যিনি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর পঞ্চম প্রজন্ম। নিজের সৃষ্টিশীল কবিতার ধারা প্রকাশ পাওয়ার জন্য আন্তর্জাতিক নব নক্ষত্র পত্রিকার কাছে এবং সম্মানীয় জয়জিৎ চট্টপাধ্যায় এর কাছে আমি চির কৃতজ্ঞ

কবি পরিচিতি
কবি সুকদেব হালদার এর জন্ম ১৯৮৫ সালে ১০ – ই সেপ্টেম্বর। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ব্লক অন্তর্গত রাধাকান্ত পুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করে। পিতা – সনাতন হালদার, মাতা শুভরাণী হালদার ।
মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও বাবা – মায়ের কঠোর পরিশ্রমের সাথে নিজের পরিশ্রম কাজে লাগিয়ে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এম. এ পর্যন্ত পড়াশোনা শেষ করতে হয়েছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা সামলে নিয়ে আজ পশ্চিম বঙ্গ সরকার যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত উত্তর লক্ষ্মীনারায়ণ পুর যুব কমপিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর।
পড়াশোনার জীবন থেকে যতই প্রতিকূল পরিস্থিতি এসেছে ততই কলম হাতে এসেছে কবিতার মাধ্যমে। বর্তমানে কার্ম জীবনের সাথে সাথে বিভিন্ন অভিনয় করে, কবিতা, গদ্য লিখে জীবনকে মেলে দিতে চলেছে কবি _সুকদেব হালদার।

দু-হাজার বছরের সর্ব বৃহৎ কাব্য গ্রন্থে আমার কবিতা “স্বাধীনতার সেকাল একাল” প্রকাশিত করার জন্য সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস মহাশয়ের কাছে আমি চির কৃতজ্ঞ। কর্মজীবনের সাথে সাথে এমন মুহূর্ত জীবনে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে

যিনি শুধু কবিতা, নাটক, কথপ কথন লিখে শান্ত থাকেননি তিনি তার নিজের লেখা পাঠ করে বাচিক শিল্পী হিসাবে পরিচিতি লাভ করেছেন। এই ভাবে কবি সুকদেব হালদার (আমি নিজেই) কর্ম জীবনের সাথে সাথে গুরুজনদের আশীর্বাদে সাহিত্য জগতে জীবনকে মেলে ধরতে চায়। তিনি চান বাংলা ভাষা, বাংলা সাহিত্য হয়ে উঠুক বাঙালির জীবনের একটা শ্রেষ্ঠ ধারা যে ধারাকে অবলম্বন করে পরবর্তী প্রজন্ম বাংলা ভাষা বা সাহিত্যকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাষার মধ্যে একটি ভাষা মেরুদণ্ডের মত দাঁড় করাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *