
ভারত সরকারের অশোক স্তম্ভ দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত “উত্তর লক্ষ্মীনারায়ণ পুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” । দীর্ঘ ১৯ বছর ধরে এলাকায় সম্মানের সাথে সমস্ত কম্পিউটার অনুরগী ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এলাকায় অনেক সেন্টার হয়েছিল বিভিন্ন প্রলভনের কারনে আজ সেই সমস্ত সেন্টার নিই। কিন্তু উত্তর লক্ষ্মীনারায়ণ পুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ১ঃ১ পদ্ধতিতে কঠোর পরিশ্রম করে সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আজও কম্পিউটার শিখিয়ে আসছে।

বহু ছাত্র ছাত্রী এই সেন্টার থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের যোগ্যতায় ভালো ভালো সেক্টরে চাকরী করছে
এখান থেকে যে সমস্ত কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় CITA, DITA, ADITA, CFAS, DFAS, ADFAS, DCHMS